Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আঙুলের গাঁটেও জমে ইউরিক অ্যাসিড, এই লক্ষণ দেখে সচেতন হোন




ইউরিক অ্যাসিডের উপসর্গ কলকাতার ডাক্তার রুদ্রজিৎ পাল বলেন, ‘ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়।’ ঘন ঘন প্রস্রাব পায়, প্রস্রাবের সময় জ্বালাভাব দেখা দেয়—এগুলো কিডনিতে পাথর হওয়ার লক্ষণ। আবার অনেক সময় পিঠের নীচের অংশে বা তলপেটে ব্যথা হয়। ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে জয়েন্টেই সবচেয়ে বেশি প্রভাব পড়ে। পায়ের বুড়ো আঙুল ও গোড়ালি ব্যথা হওয়া খুব কমন সমস্যা। কিন্তু এ ছাড়াও কিছু লক্ষণ দেখা দেয় বলে জানিয়েছেন রুদ্রজিৎবাবু। তিনি বলেন, ‘হাতের আঙুলের গাঁটে ব্যথা হয়। অনেক সময় জয়েন্টের কিছু অংশে ফোলা ও ব্যথা দেখা দেয়।’ এই ধরনের উপসর্গ একেবারেই এড়িয়ে যাওয়া উচিত নয়। কী ভাবে ইউরিক অ্যাসিডের মাত্রা ধরা পড়বে? রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কি না, তা যাচাই করার জন্য রক্ত পরীক্ষা করতেই হবে। ডা: পাল জানিয়েছেন, সিরাম ইউরিক অ্যাসিড টেস্টের মাধ্যমে ইউরিক অ্যাসিডের মাত্রা ধরা পড়ে। পুরুষের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের মাত্রা ৭-এর নীচে এবং মহিলাদের ক্ষেত্রে ৬.৫-এর নীচে থাকা মানে আপনি সুরক্ষিত। রক্ত পরীক্ষার পাশাপাশি জয়েন্টের আলট্রা সোনোগ্রাফি বা এক্স রে করালে সহজেই রোগ ধরা পড়বে বলে জানিয়েছেন ডাক্তারবাবু। চিকিৎসা কলকাতার ডাক্তারপাল জানিয়েছেন, ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে প্রাথমিক পর্যায়ে ওষুধ খেতেই হবে। এ ছাড়া লাইফস্টাইলের দিকে নজর দিতে হবে। অ্যালকোহল, সামুদ্রিক মাছ (সি ফুড), রেড মিট, বিশেষত অরগ্যান মিট (যেমন মাংসের মেটে) খাওয়া চলবে না। মুসুর ডাল, টম্যাটোর মতো খাবার খাওয়াতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন রুদ্রজিৎবাবু। এতেই সুস্থ থাকা যায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply