গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামে বাঁশ বোঝায় ট্রাকের সাথে ধাক্কায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটির সম্মুখে দুমড়েমুচড়ে গেছে
মেহেরপুর- কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার শুকুরকান্দিতে
বাঁশ বোঝায় ট্রাকের সাথে ধাক্কায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটির সম্মুখে দুমড়েমুচড়ে যায় ও একজন জখম হয়েছে।
রোববার সকালে ঘন কুয়াশা মেহেরপুর- কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের রোডে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসেটি বাঁশ বোঝায় ট্রাকের পিছনে ধাক্কা দিয়েছে। এই সময় বাসের ষ্টাফ মুনির হোসেন আহত হয়েছে ।তখন বাসে ৩থেকে ৪ জন যাত্রী পিছনের দিকে ছিটে বসে ছিল।এ ব্যপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাস টি উদ্ধার করা হয়েছে। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।কুয়াশার কারনে সামনের কিছুই দেখা যাচ্ছিল না বলে এক পর্যায়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগেছে।
Tag: English News games lid news world
No comments: