অটোরিক্সা,ও পাখী'ভ্যান, ইজিবাইক ভ্যান-অটোরিক্সা’র দখলে গাংনীফোরলেন সড়ক, ঘটছে দুর্ঘটনা
অটোরিক্সা,ও পাখী'ভ্যান, ইজিবাইক ভ্যান-অটোরিক্সা’র দখলে গাংনীফোরলেন সড়ক, ঘটছে দুর্ঘটনা,
গাংনী উপজেলার সড়কগুলো এখন ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের দখলে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে দাপটের সহিত চলছে এসব অবৈধ যানবাহন। দিনের পর দিন এসব যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অঞ্চলিক মহাসড়কের উপরে যত্রতত্র ওইসব গাড়ি স্থায়ীভাবে পার্কিং করে যাত্রী ওঠা নামা করা হয়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল, যাত্রীবাহি বাস, ট্রাক, ভুটভুটি, কাঁকড়া, ভ্যানসহ পথচারী।
বেশির ভাগ দেখা গেছে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি বা বর্গা রেখে, আবার কেউ কেউ এনজিও থেকে বিভিন্ন মেয়াদি ঋণ নিয়ে এসব যানবাহন কিনছেন। ইজিবাইক গুলো বাজারে কিনতে সহজলভ্য হওয়ায় রাতারাতি যে কেউ হয়ে যাচ্ছেন চালক।
অধিকাংশ চালক তরুণ ও অনভিজ্ঞসহ এদের কারোরই নেই পূর্বের গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা বা ড্রাইভিং লাইসেন্স। চালক তরুণ ও অনভিজ্ঞ হওয়ায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রতিদিন সড়কে ঘটছে দুর্ঘটনা। অকালে ঝড়ছে তাজা প্রাণ।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, আমার দোকানের সামনেই ওরা গাড়ি গুলো পার্কিং করে রাখে। কাষ্টমাররা দোকানে আসতে পারেনা। যত্রতত্র এসব গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা নামা করায় রাস্তা পার হতে পারিনা। তাছাড়া এসব যানবাহনে ফগ লাইট লাগানোর ফলে, রাতের বেলা অপরদিক থেকে আসা কোন গাড়ি পাসিং করার সময় সামনের কোন কিছু দেখা যায়না। তাতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
Tag: English News games lid news national politics Zilla News
No comments: