মেহেরপুর তাহের ক্লিনিক মোড়ে সোহানা বস্ত্র বিতানে কম্বল, থ্রী-পীচ, শাড়ি সহ বারো লাখ টাকার মালামাল চুরি
মেহেরপুর তাহের ক্লিনিক মোড়ে সোহানা বস্ত্র বিতানে কম্বল, থ্রী-পীচ, শাড়ি সহ বারো লাখ টাকার মালামাল চুরি
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন চোরের দল অভিনব কায়দায় এ চুরির কান্ড ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার টিম সহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এই সঙ্গবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার ভোরে নৈশ প্রহরি শহিদুল ইসলাম গগন জানান, রাত ৪ টার দিকে চারজন ব্যাক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিলো। এক পযার্য়ে তারা একটি দেশীয় অস্ত্র তার বুকে ঠেকিয়ে চোখ-মুখ বেধে ফেলে এক জায়গায় ফেলে রাখে। পরে কি হয়েছে তা কিছুই দেখননি তিনি।এ ব্যাপারে সোহানা বস্ত্র বিতানের স্বত্বাধীকারী স্বপন ইসলাম জানান, ভোরে মুঠোফোনে তাকে জানানো হয় দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে। শীতের নতুন কম্বল, থ্রী-পীচ, শাড়ি সহ বারো লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে চোরের দল।
No comments: