Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুর বড়বাজারে পাইকারী ভাবে ৪০/৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে




মেহেরপুর বড়বাজারে ৪০/৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে আলু চাষ সমৃর্দ্ধ এলাকা হিসেবে মেহেরপুর জেলার ব্যপক খ্যাতি রয়েছে। অন্যান্য মৌসুমের তুলনায় কৃষি বিভাগের টার্গেটের দ্বিগুণ জমিতে আলু চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। ফলে গ্রামীন অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে দেখা ও জানা গেছে অধিকাংশ কৃষকের সাথে কথা বললে তারা বলেন,কৃষি বিভাগ আলু চাষের জন্য মাঠ পর্যায়ে ব্যপক সহায়তা করেছে। এদের সহায়তার কারণে বিঘা প্রতি ষাট বস্তা আলু হয়েছে। তাছাড়া বাজারে ব্যপক চাহিদা থাকায় দাম বেশি। যার জন্যে আলু চাষে সুদিন ফিরে এসেছে। মেহেরপুর সদর উপজেলা আমঝপি গ্রামের চাষি ইমরান হোসেন জানান, প্রতি গাছ থেকে ২থেকে কেজি পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। বাজারে চাহিদা থাকায় চল্লিশ /পয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। এয়াড়াও এই আলুর ব্যপক চাহিদা থাকায় সবজি ব্যবসায়ীরা চাষীর জমি থেকে আলু কিনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছেন। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জানান, অন্য সবজির তুলনায় এই সবজি উৎপাদনে ঝুঁকি, রোগবালাই অত্যন্ত কম। আমাদের দেশে মানুষের শারীরিক পুষ্টিহীনতা দূর করতে, সবজির ঘাটতি মেটাতে, পরিত্যক্ত স্থানের সঠিক ব্যবহার করতে, বিষমুক্ত সবজি পেতে ও আর্থিক স্বচ্ছলতা আনয়নে এ সবজিটি বিশেষ অবদান রাখতে পারবে। একটু সচেতন হলে অতি সহজে কম খরচে সহজলভ্য সবজি মেটে আলু চাষ করা যায় যা পুষ্টির অভাব পূরণে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply