Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পিঠের যন্ত্রণায় নাজেহাল?




পিঠের যন্ত্রণায় নাজেহাল? শরীর চাঙ্গা রাখতে নিয়ম করে শরীরচর্চা করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সমস্যা এড়াতে বাড়িতেই আধ ঘণ্টা সময় বার করে যোগাসন বা ব্যায়াম অভ্যাস করা যায়। কী ভাবে করবেন? ১· প্রথমে কোমর-পিঠ টান টান করে মাটিতে বা ম্যাটের উপর বসুন। ২· দুই হাঁটু ভাঁজ করে জননাঙ্গের কাছে টেনে আনুন। ৩· পায়ের পাতা মুখোমুখি প্রণামের ভঙ্গিতে রাখুন। হাত দিয়ে টেনে ধরে রাখতে হবে। ৪· এ বার লম্বা শ্বাস নিয়ে কোমরের পেশি থেকে টেনে সামনে দিকে ঝুঁকতে থাকুন। ৫· পেট মুড়ে মাথা দিয়ে মাটি স্পর্শ করুন। ৬· খেয়াল রাখতে হবে, কোনও ভাবেই যেন মেরুদণ্ড ভাঁজ হয়ে বা বেঁকে না যায়। ৭· শুরুর দিকে এই আসন করতে অসুবিধা হতে পারে। তাই পেট মুড়ে সামনের দিকে ঝুঁকতে না পারলে সোজা হয়ে বসে থাকতে পারেন। ৮· এই অবস্থায় থাকুন মিনিট দুয়েক। তার পর আবার আগের অবস্থানে ফিরে যান। সতর্কতা পিঠে কোনও চোট-আঘাত থাকলে এই আসন না করাই ভাল। এ ছাড়া যাঁদের হাঁটুর সমস্যা রয়েছে, তাঁরাও এই আসনটি করার সময় সতর্ক থাকুন। কেন করবেন? শরীরে হরমোনের ভারসাম্য ঠিক রাখতে এই আসন করা যেতে পারে। ঋতুস্রাবের যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই আসন নিয়ম করে অভ্যাস করা যেতে পারে। সন্তান প্রসবের পর সুস্থ জীবনে ফিরতে নতুন মায়েরা এই আসন অভ্যাস করতে পারেন। শ্রোণি অঞ্চলের পেশি মজবুত করতে এই আসন উপকারী, শরীর নমনীয় রাখতেও এই আসন অভ্যাস করতে পারেন। শরীরে রক্ত সঞ্চালন ভাল রাখতেও এই আসন উপকারী। পিঠের নীচের অংশের যন্ত্রণা থেকে মুক্তি পেতেও এই আসন উপকারী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply