Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে করলা চাষে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা।




মেহেরপুরে করলা চাষে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা। এখানে উৎপাদিত করলা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা মেটাচ্ছে। মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের করলা চাষি জাকারিয়া বলেন, এ বর্তমান দরে বিক্রি করতে পারলে খরচ বাদেই বিঘাতে সত্তর হাজার টাকা লাভ থাকবে। সদর উপজেলার বুড়িপোতা গ্রামের করলা চাষি শহিদুল ইসলাম বলেন, করলার রোগবালাই খুবই কম। কোনো কোনো সময় বৈরী আবহাওয়ায় গাছ শুকিয়ে যাওয়া অথবা পচন রোগ দেখা দেয়। কৃষি বিভাগের পরামর্শে রোগ বুঝে ছত্রাকনাশক প্রয়োগ করতে পারলে সুফল পাওয়া যায়। লাভজনক হওয়ায় আগামী বছর তিনি চার বিঘা জমিতে করলা চাষের পরিকল্পনা করছেন। গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চাষি জুলি মুহাম্মদ এ বছর দুই বিঘা জমিতে দেশি ও উচ্চফলনশীল হাইব্রিড জাতের করলা চাষ করেছেন। লক্ষাধিক টাকার করলা বিক্রি করতে পারবেন বলে আশা তাঁর। মেহেরপুর পৌর মার্কেটের কাঁচামালের আড়তদার মিজানুর রহমান মিজান বলেন, কৃষকরা আড়তে করলা আনার সঙ্গে সঙ্গেই পাইকাররা কিনে বিভিন্ন জেলায় ট্রাকে করে পাঠাচ্ছেন। পাইকারি হাইব্রিড করলা চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি করলার দাম একটু বেশি। খুচরা সবজি বিক্রেতারা এর থেকে কেজিতে পনোরো টাকা বেশি দামে বিক্রি করছে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সবজি জেলাখ্যাত মেহেরপুরে এবার পাচ শত হেক্টর জমিতে করলার চাষ হয়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply