Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায় কীভাবে?




দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায় কীভাবে? আসলে দিনের বেলা যেহেতু আকাশে সূর্যই সবচেয়ে উজ্জলভাবে বিরাজ করে, সেহেতু চাঁদ আকাশে দেখা গেলেও লক্ষণীয়ভাবে ফুটে উঠে না। রাতে অবশ্য চাঁদই একমাত্র উজ্জ্বলতম বস্তু হিসেবে ফুটে উঠে। পৃথিবীর চারদিকে একবার প্রদক্ষিণের সময় চব্বিশ ঘণ্টা সময়কালে চাঁদ সারা আকাশেই বিরাজ করে। এর কত অংশ আমরা পৃথিবী থেকে দেখতে পারি, তা নির্ভর করে চন্দ্রকলার ওপর বা চাঁদের কত অংশ নির্দিষ্ট সময়ে সূর্যের আলোয় আলোকিত হয়, তার ওপর। পৃথিবীতে দিনের বেলায় চারদিক উজ্জ্বল থাকে। কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটায়। কিন্তু তুলনামূলক কাছে এবং বড় আকারের হওয়ায় চাঁদ সূর্যের আলো পর্যাপ্ত মাত্রায় প্রতিফলিত করে যার ফলে চাঁদকে চারপাশের আকাশের চেয়ে কিছুটা উজ্জ্বলতর দেখায়। তারার বেলায় তা হয় না। দিনের উজ্জ্বল আলোয় তারার ক্ষীণ আলো ঢাকা পড়ে যায়। অবশ্য কোনো মহাকাশচারী যদি চাঁদে গিয়ে মহাকাশের দিকে তাকান তাহলে তিনি চাঁদ ও তারা উভয়ই দেখতে পারেন।কারণ, চাঁদের আকাশে বাতাস নেই। তাই সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটতে পারে না। এ অবস্থায় আকাশে সূর্য থাকলে ও চারপাশ পৃথিবীর দিনের মত আলোকোজ্জ্বল থাকে না। তখন চাঁদের আকাশে দিনের বেলায় ও ঝাঁকে ঝাঁকে তারা দেখা যায়






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply