মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় পদ্ধতি
মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় পদ্ধতি
মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় পদ্ধতিমুরগির বিভিন্ন রোগ হয়ে থাকে। ব্যকটেরিয়া, ছত্রাক, মাইকোপ্লাজমাসহ অদৃশ্য অণুজীবের সংক্রমণে মারা হাজার হাজার মুরগি। অণুজীবের আক্রমণে মুরগির পায়খানার পরিবর্তন দেখা দেয়। আসুন জেনে নিই মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় পদ্ধতি।
চুনা বা সাদা পায়খানা
১।রাণীক্ষীত।
২।আই বি ডি।
৩।গাউট।
৪।কলেরা।
৫।পোলোরাম ডিজিজ।
৬।কিডনিতে সমস্যা।
চুনা বা সাদা পায়খানার সাথে পেষ্ট লাইক সাদা :
৭।আই বি এইচ।
৮।ই কলাই।
৯।পোলোরাম ডিজিজ।
হলুদ পায়খানা
১।পোলোরাম ডিজিজ।
২।টাইফয়েড।
৩।কলেরা।
কমলা পায়খানা
১।নেক্রোটিক এন্টারাইটিস।
সবুজ পায়খানা:
১। এ আই।
২।এন ডি।
৩।সালমোনেলোসিস।
৪।কলেরা।(খাবার কম খেলে)
৫।ই কলাই।
৬।মোইকোটক্সিন।
সবুজাভ হলুদ:
১।।ই কলাই। -পোটোজোয়া।
২।টাইফয়েড।
৩।এন ভি।
৪।ক্লেমাইভিওসিস।
রক্ত
১।আমশয়।
খাবার দানা যুক্ত।
১।ইনডাইজেশন।
মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় পদ্ধতি শিরোনামে সংবাদেও তথ্য নাফিজ পোল্ট্রি ফার্ম থেকে সংগ্রহ করা হয়েছে।
No comments: