সড়ক পথে ট্রাফিক সিগন্যাল বা সংকেত বাহুর সংকেত, আলোর সংকেত ও শব্দ সংকেত
সড়ক পথে ট্রাফিক সিগন্যাল বা সংকেত বাহুর সংকেত, আলোর সংকেত ও শব্দ সংকেত।
১. বাহুর সংকেত: পুলিশ কর্মকর্তা, ট্রাফিক নিয়ন্ত্রণকারী ব্যক্তি, ড্রাইভার এবং যানবাহন স্ট্যান্ডার্ড এজেন্সি অফিসার এবং ট্র্যাফিক অফিসার ইত্যাদি অনুমোদিত ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত সংকেতকে বলা হয় বাহুর সংকেত।
২. আলোর সংকেত: ট্রাফিক লাইট সিগন্যাল বা আলোর সংকেত হিসেবে ব্যবহৃত হয় লাল – সবুজ – হলুদ এবং পুনরায় লাল। এই সংকেতগুলো হলো এমন বৈদ্যুতিন ডিভাইস যা কোনো চৌরাস্তাতে বিভিন্ন ট্র্যাফিক এবং পথচারীদের চলাচল করার জন্য ডিজাইন করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো; ট্রাফিক নিয়মকানুন মানতে ব্যবহারকারীদের উৎসাহ দেওয়া, সড়কপথের নিরাপত্তা রক্ষায় সতর্ক করা এবং ব্যবহারকারীরা চৌরাস্তা দিয়ে নিরাপদে যেন চলাচল করতে পারে এজন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
৩. শব্দ সংকেত: শব্দ ব্যবহার করা হয়: যদি লাল বাতি জ্বলে তাহলে গাড়ি থাকে, হলুদ বাতি জ্বললে গাড়ি অপেক্ষা করে, আর সবুজ বাতি জ্বললে গাড়ি এগিয়ে চলে। অর্থাৎ লাল বাতি জ্বললে গাড়িকে ‘থামুন লাইন’ এর পেছনে থামিয়ে অপেক্ষা করতে হবে, সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে।
এছাড়াও সড়কে বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক এই তিন ধরনের চিহ্ন রয়েছে। তিন ধরনের চিহ্নের মধ্যে দেড়শ’রও বেশি চিহ্ন বা সংকেত রয়েছে সড়কে। আইনে এত সংকেতের কথা উল্লেখ থাকলেও বাস্তবে চোখে পড়ে খুব কমই। ফলে সড়কে চলাচলের জন্য সংকেতগুলো যানবাহনের চালক, পথচারীদের জানা ও মানার জন্য যে আগ্রহ থাকার কথা সেটিও চোখে পড়ে না। তাই তাদের জানা ও মানার জন্য সেসব সংকেত তুলে ধরলাম।
Tag: Featured
No comments: