গাংনী উপজেলার কষবা গ্রামের তুলাউড়া রাস্তাটি নির্মানের দাবিতে মানববন্ধন
গাংনী উপজেলার কষবা গ্রামে তুলাউড়া রাস্তাটি নির্মানের দাবিতে মানববন্ধন করেছে
গাংনী উপজেলার কষবা গ্রামে এক আইডির টেন্ডার হওয়া রাস্তা নির্মান না করে অন্য রাস্তা নির্মান করার প্রতিবাদে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামবাসী। সঠিক রাস্তাটি নির্মানের দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কষবা গ্রাম থেকে তুলাউড়া সড়কটি মেহেরপুর সদর ও চুয়াডাঙ্গার সাথে যোগাযোগ এবং চাষাবাদের জন্য এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতিক্ষার পর পুরাতন এই কাঁচা সড়কটির আইডি তৈরী করে পাকাকরণের লক্ষ্যে টেন্ডার দেয় এলজিইডি।
কয়েক মাস আগে টেন্ডার বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে নির্মান সামগ্রী ফেলা হয় রাস্তার পাশে। কাজ শুরুর আগেই এলজিইডি থেকে ওই রাস্তা নির্মান না করে পাশের আরেকটি রাস্তা নির্মানের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। কয়েকমাস ধরে এলজিইডিতে ঘুরে কোন সুরাহা না হওয়ায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা।
মানবন্ধনে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, স্কুল শিক্ষক কামাল হোসেন লাল্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, যখন রাস্তাটির প্রস্তাবনা তৈরী হয় তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারনে সমস্যার সৃষ্টি হয়েছে। আমার এখন কিছুই করার নেই।
No comments: