Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শান্তির দূত থেকেও ছড়াতে পারে অসুখ, পায়রার বিষ্ঠা থেকে হতে পারে এই ৫ রোগ




শান্তির দূত থেকেও ছড়াতে পারে অসুখ, পায়রার বিষ্ঠা থেকে হতে পারে এই ৫ রোগ বিশেষজ্ঞের দাবি, পায়রাকে দানা দেওয়ার জায়গাগুলিতে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে।

পায়রার বিষ্ঠা থেকে হতে পারে Psittacosis-এর মতো শ্বাসযন্ত্রের রোগ। এটি ফ্লু-এর মতো এক ধরনের সংক্রামক অসুখ যা, মূলত ক্ল্যামিডিয়া সিটাসি (Chlamydia psittaci) ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। এই অসুখের নামটি হয়তো অনেকের কাছেই অপরিচিত। এটি হলো, পাখির বিষ্ঠায় উপস্থিত অ্যান্টিজেন দ্বারা সৃষ্ট এক ধরনের অতি সংবেদনশীল নিউমোনাইটিস। হিস্টোপ্লাজ়মোসিস্ (Histoplasmosis) পায়রার বিষ্ঠায় উপস্থিত ছত্রাকের কারণে হতে পারে হিস্টোপ্লাজ়মোসিস্ বা ফুসফুসে সংক্রমণের মতো শ্বাসকষ্টজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যথা, জয়েন্টে ব্যথা সহ একাধিক উপসর্গ এই রোগের লক্ষণ। ক্যান্ডিডিয়াসিস (Candidiasis) এটি এক ধরনের ছত্রাক সংক্রমণ। এটি ক্রিপ্টোকোকোসিস নামে ফুসফুসের রোগ সৃষ্টি করে, যা প্রধানত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ক্রনিক হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিস (Chronic hypersensitivity pneumonitis) এটিও ফুসফুসের সংক্রমণ। রিপোর্ট অনুসারে, মুম্বইয়ের দুইজন মহিলা দীর্ঘস্থায়ী হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিসে ভোগার পর ২০২০ সালে ফুসফুস ট্রান্সপ্লান্ট করেছিলেন। এই রোগটিকে পরিবেশ-সম্পর্কিত ফুসফুসের ফাইব্রোসিসও বলা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply