Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » প্রতিদিন দই খাওয়ার উপকারিতা --পুষ্টিবিদ সামসুন নাহার, ঢাকা,




প্রতিদিন দই খাওয়ার উপকারিতা পুষ্টিবিদ সামসুন নাহার , উত্তরা ক্রিসেন্ট হসপিটাল, উত্তরা, ঢাকা,

১.টক দই ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ভাল উৎস। এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রোগপ্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির পাশাপাশি হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। ২.টক দই খেতে গিয়ে ভিটামিন বি তৈরি করে প্রদাহজনিত রোগ কে প্রতিহত করতে সাহায্য করে। ৩.টক দই পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। কারণ পাকস্থলীতে খাবারের পচন প্রতিরোধে সাহায্য করে। ৪.টক দই পেটে ঘা সারাতে সাহায্য করে। ৫.টকদই হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ৬.আইবিএসে পেশেন্টরা অনেক সময় দুধ খেতে পারেন না তারা অনায়াসে এককাপ টকদই খেতে পারেন, এতে করে তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে খুব সহজে। ৭.টক দই ওজন কমাতেও অসাধারণ ভূমিকা পালন করে। তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তাদের জন্য টক দই এর শরবত বা টক দই দিয়ে শসা দিয়ে বিভিন্ন ধরনের সালাদের কোন রেসিপি করে খেতে পারেন। ৮.টক দই অকাল বার্ধক্য ও অকালে চুল পাকা বন্ধ করতে পারে। ৯.ত্বক ও চুলের যত্নে টক দই এর জুড়ি মেলা ভার। (দশ)টক দই ব্লাড সুগার এবং খারাপ কোলেষ্টলের মাত্রা কমাতে সাথায্য করে। তাই অনিন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় এক কাপ টক দই রাখা উচিৎ। এতসব গুণাবলীর জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় এককাপ টকদই রাখা যায় খুব সহজেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply