ভারতে রেলস্টেশনে আগুন, ২ শতাধিক যানবাহন পুড়ে ছাই
ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
বারাণসীর রেলস্টেশনে ভয়াবহ আগুনে প্রায় ২ শতাধিক যানবাহন পুড়ে গেছে। ছবি: সংগৃহীত
শনিবার ( ৩০ নভেম্বর) ভোরে বারাণসী রাজ্যের ক্যান্ট রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পার্কিং এলাকাটির একটি বড় অংশ জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেড এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করেন এ সময়।
একটি ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের একটি (পানি সরবরাহ) পাইপ নিয়ে আগুনে পানি ছিটাতে দেখা যায়। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন:মণিপুরে কারফিউ অব্যাহত, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি ছুটে যায়। এর সঙ্গে যোগ দেয় সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং স্থানীয় পুলিশের কয়েকটি দল।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে বলে ধারণা। আগুনে বেশ কয়েকটি সাইকেলও পুড়ে গেছে বলে জিআরপির সিও কুনওয়ার বাহাদুর সিং গণমাধ্যমকে জানান। বলেন, বেশিরভাগ সাইকেল এখানকার রেলওয়ের কর্মচারীদের। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
এদিকে রেলওয়ের এক কর্মচারী বলেন, আমি রাত ১২টার দিকে বাইক পার্ক করার সময় গাড়ি পার্কিং এলাকায় থাকা একজন আমাকে জানিয়েছিলেন যে, রাত ১১টার দিকে একটি শর্ট সার্কিট হয়েছিল এবং সেটি ঠিক করা হয়েছে। তবে কয়েক ঘণ্টা পর একজন যাত্রী আমাকে জানালেন যে বাইরে বিশাল আগুন। তখন আমি বাইক বের করে অন্য পাশে পার্ক করেছি। এর কিছুক্ষণ পরেই পার্কিং এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
Tag: world
No comments: