Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তিতবেগুন গাছের ঔষধি গুনাগুন




তিতবেগুন গাছের ঔষধি গুনাগুন: হজম শক্তি বাড়াতে যাদের হজমের সমস্যা রয়েছে তারা এই তিতবেগুন গাছের পাতা সহ সংগ্রহ করে রস করে নিয়মিত খেতে পারলে হজম শক্তি বৃদ্ধি পায় তারাতারি। কৃমি সারাতে কৃমির সমস্যার করনে যাদের যন্ত্রণা হয় তারা যদি এই তিতবেগুন গাছের পাতা সহ ফুল ডাটা সহ রস করে ৭ দিন খেতে পারেন তারা এই কৃমি থেকে রেহায় পাবেন। হাঁপানি সারাতে যাদের হাঁপানি বা শ্বাস কষ্ট রয়েছে তারা এই তিত বেগুন গাছের পাতা ছেঁচে রস করে নিয়মিত খেলে হাঁপানি থেকে মুক্তি মেলে। যৌন সমস্যায় যারা যৌন সমস্যায় ভোগে থাকেন তারা এই তিতবেগুন গাছের পাতা শিকড় সহ সংগ্রহ করে রস করে নিয়মিত ২ চামচ করে দিনে ২ বার খেলে যৌন সমস্যা দূর হয়। বাড়ির পরিত্যক্ত অংশ বা অব্যবহৃত কোণে ধীরে ধীরে গজিয়ে ওঠা অসংখ্য ছোটখাটো লতাগুল্মগুলোকে আমরা না চিনে ‘আগাছা’ বা বাজে উদ্ভিদ বলে কেটেকুটে উজাড় করে ফেলি। আমাদের প্রকৃতিরাজ্যে সহস্রকোটি গুল্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলোর বেশি ভাগই ওষুধী গুণাগুণ সম্পন্ন। যা মানব শরীরের জন্য অত্যন্ত মঙ্গলজনক। তেমনি একটি ভেষজগুল্ম এর নাম ‘কন্টিকারি’। তাকে অবশ্য একটি নামে চেনার উপায় নেই। নিসর্গবিদরা বহু নামে নামকরণ করেছেন এ গুল্মটিকে। অনেক আবার গুল্মটিকে তিত বেগুন নামে চিনে। এটি বাংলার সব অঞ্চলেই দেখা যায় এর কোন চাষ করা হয় না তবুও এটি সচরাচর পাওয়া যায় সাধারণত এটি রাস্তার ধারে পুকুর পারে জন্মে থাকে। ছোট এই কাঁটাযুক্ত গাছ টির রয়েছে অনেক স্বাস্থ্য গুনাগুন। পাতা হালকা সবুজ। তিতবেগুন গাছ সাধারণত ১-২ মিটার উঁচু হয়। ফুল হালকা বেগুনি ও হালকা হলুদ। তিতবেগুন গাছটির পাতা সহ সমস্তটায় কাটা যুক্ত। তিতবেগুন গাছের পাতা, বীজ, ফুল, কাণ্ড শিকড় সবই ঔষধি গুনে ভরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply