গমের ঝুল রোগ পাউডারের মতো কালো গুঁড়া দেখা যায়
গমের ঝুল রোগ পাউডারের মতো কালো গুঁড়া দেখা যায়
রোগের নামঃ
গমের ঝুল রোগ Loose Smut of Wheat (Ustilago tritici)
লক্ষণঃ
গমের শীষে এ রাগ দেখা যায়।
আক্রান্ত শীষের গায়ে অসংখ্য পাউডারের মতো কালো গুঁড়া দেখা যায়।
আক্রমন তীব্র হলে শীষ থেকে গমগুলো ঝরে পড়ে এবং শীষ দানাশুন্য যায়।
বাতাসের সাহায্যে এ রোগ ছড়ায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগমুক্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা।
আক্রান্ত শীষ দেখা মাত্র সংগ্রহ করে পুড়ে ফেলা।
বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা ৩ গ্রাম প্রোভেক্স বা ভিটাটেক্স বা ২ গ্রাম ব্যাভিষ্টিন/ কেজি বীজ।
ছত্রাকনাশক ব্যবহার করা। যেমন ব্যাভিষ্টিন- ১ গ্রাম/ লিটার পানি।
No comments: