শিরোনাম

    9:58 PM

Sponsor



Slider

    দেশ

    মেহেরপুর জেলা খবর

    মেহেরপুর সদর উপজেলা


    গাংনী উপজেলা

    মুজিবনগর উপজেলা

    ফিচার

    খেলা

    যাবতীয়

    ছবি

    ফেসবুকে মুজিবনগর খবর

    » » » » » গাংনী উপজেলার বাওট গ্রামের নাহারুল হত্যা মামলার আসামী মহিবুল হককে গ্রেফতার




    গাংনী উপজেলার বাওট গ্রামের নাহারুল

    ইসলাম হত্যা মামলার আসামী মহিবুল হককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন বেসপুর হাসপাতালের নার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে হত্যা মামলার ৫ নম্বর আসামী মহিবুল হক কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের একটি টিম। মহিবুল হক উপজেলার বাওট গ্রামের মৃত মওলা বক্সের ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার গাংনী ক্যাম্প কমান্ডার আশরাফউল্লাহ পিপিএম মেহেরপুর সিপিসি-৩ র‌্যাব-বারো আজ শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বাওট গ্রামে নাহারুল ইসলাম এর সাথে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের সাথে নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে গত ৬/৮/ চব্বিশ খ্রিঃ রাত ৯টার দিকে এজাহারনামীয় আসামীগণ নাহারুল ইসলামের বাড়িতে ঢুকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং নিহতের দুই ছেলেকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে বাওট গ্রামের মাওলা বক্সের ছেলে আব্দুল হামিদকে প্রধান আসামি করে এগারো জনের বিরুদ্ধে গাংনী থানার একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডে। সে সময় মেহেরপুর জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনার পর হতে র‌্যাব এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারী মোবাইল ট্রেকিংসহ বিভিন্ন মাধ্যমে গ্রেফতারের কাজ শুরু করেন। যার ফলশ্রুতিতে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) র‍্যাবের যৌথ টিম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন বেসপুর হাসপাতালের নার্স কোয়ার্টারে অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৫ নম্বর আসামী মহিবুল কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় সোপর্দ করা হয়েছে






    «
    Next
    Newer Post
    »
    Previous
    Older Post

    No comments:

    Leave a Reply