জলবায়ু সংকটের জন্য দায়ী করে মোদি-বাইডেন-পুতিনকে পানিতে চুবাল আদিবাসীরা!
নদীর পানিতে ভাসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। বাদ যাননি চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও জাপানের প্রেসিডেন্ট শিগেরু ইশিবাও।
বিশ্বনেতাদের কাটআউট পানিতে চুবিয়ে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলের আদিবাসীরা। ছবি: সংগৃহীত
এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মূলত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদের নীরবতায় নদীতে তাদের প্রতিকৃতি ডুবিয়ে প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলের আদিবাসীরা।
আগামী সোমবার ও মঙ্গলবার (১৮ ও ১৯ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন বিশ্বনেতারা।
সম্মেলন সামনে রেখে স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) রিও ডি জেনেরিও শহরের বোটাফোগো নদীতে বিশ্বনেতাদের প্রতিকৃতি চুবিয়ে প্রতিবাদ জানান ব্রাজিলের আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদের নীরবতার প্রতিবাদেই ব্যতিক্রমী এ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে আদিবাসীদের সংগঠন ব্রাজিলিয়ান ইন্ডিজেনাস পিপলস এসোশিয়েশন, এপিআইবি। এ সময় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা।
আরও পড়ুন: ব্রাজিল যাচ্ছেন নরেন্দ্র মোদি
বিক্ষোভে অংশ নেয়া একজন কর্মী বলেন, ‘উই আর অ্যানসার’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচীটি রাখা হয়েছে আসন্ন সম্মেলন ঘিরেই। আমরা আদিবাসীরা জানি কিভাবে জলবায়ু পরিবর্তনের জবাব দিতে হয়।’
তিনি আরও বলেন, ‘সম্মেলনের আগে আমরা বিশ্বনেতাদের মাথা ডুবিয়ে বোঝাতে চাচ্ছি তারা বিশ্ব অর্থনীতির মোড়ল হলেও কিভাবে জলবায়ু পরিবর্তনে নিজেদের ব্যার্থতা প্রকাশ করছে।’
পরিবেশ রক্ষায় বিশ্বনেতাদের ব্যার্থতার পাশপাশি আইনগতভাবে আদিবাসীদের ভূমির সীমানা নির্ধারণেরও দাবি জানান সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন: বাইডেনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের সাথে কাজ করার প্রতিশ্রুতি শি’র
এবারের জি-২০ সম্মেলন ঘিরে ব্রাজিলের বিভিন্ন সংগঠন বিক্ষোভ-প্রতিবাদসহ আগাম কর্মসূচি দিয়েছে। তাই আগেভাগেই বাড়তি নিরাপত্তা নিশ্চিতে তৎপর নিরাপত্তা বাহিনী।
No comments: