যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ তোলা হয়েছে।
লেবাননের অভিযোগ, অন্তত ছয়টি জায়গায় ইসরায়েল হামলা করেছে। এর আগে গত বুধবার ভোর ৪টা থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর লেবাননের মানুষ ফের ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু তারই মধ্যে ইসরায়েল হামলা শুরু করেছে। লেবাননে একে চুক্তি-বিরুদ্ধ বলে দাবি করেছে।
তবে ইসরায়েলের সেনা জানিয়েছে, সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুড়েছে কারণ, সেখানে সন্দেহভাজনদের দেখা গেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে আক্রমণ হয়েছে বলে তারা জানিয়েছে।
এর আগে ইসরায়েলের সেনারা এক পোস্ট করে জানিয়েছে, দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ থাকবে। সেই সময় যেন কোনো ব্যক্তি বাইরে বের না হন। ওই সময় হিজবুল্লার ঘাঁটিতে আক্রমণ হতে পারে বলে মনে করা হয়।
লেবাননের সেনারা জানিয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে এবিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে, তাতে ৬০ দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলিতে মোতায়েন থাকবে। কোনোপক্ষই অন্যপক্ষের উপর আক্রমণ চালাবে না।
Tag: world
No comments: