Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ছাগল ওলান পাকা রোগে আক্রান্ত হলে এদের ওলান ফুলে যায়, টকটকে লাল বর্ণে ধারণ করে




ছাগলের ওলান পাকা রোগের চিকিৎসাঃ ছাগলের ওলান পাকা রোগের সুনির্দিষ্ট কোন চিকিৎসা না থাকলেও একবার যদি ছাগল এ রোগে আক্রান্ত হয় তবে যথেষ্ট সেবা যত্ন করলে কিন্তু ছাগল খুব দ্রুতই এই রোগ থেকে কাটিয়ে ওঠে এবং পুনরায় ওলান স্বাভাবিক হয়ে যায়। যদি কোনো ছাগল ছাগলের ওলান পেকে যায় সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে ছাগলের ওলানগুলো কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এছাড়া নিয়মিত ঠান্ডা পানি দিয়ে আলতো করে ওলান দুটো ধুয়ে দিতে পারেন। এছাড়া বাচ্চা যখন মা ছাগলের দুধ পান করতে যাবে তখন সতর্কতা অবলম্বন করা উচিত। অনেক সময় বাচ্চা দুধ পান করতে যাওয়ার সময় মা ছাগলের ওলানে আঘাত লাগতে পারে। এছাড়া চিকিৎসকরা জানিয়েছেন ওলান পাকা রোগে আক্রান্ত ছাগলের দুধ পান করা মোটে উচিত নয়। এসব দুধে রক্ত বা পুঁজ ইত্যাদি থাকে, যা খেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। এ রোগের চিকিৎসা সম্পর্কে নিচে দেয়া হলঃ- প্রথমেই আক্রাত ছাগীকে আলাদা স্থানে রাখতে হবে। প্রতিদিন ছাগলের ওলান থেকে দুই থেকে তিনবার দুধ বের করে ফেলতে হবে এবং আয়োডিনযুক্ত পানি দিয়ে ওলান ধুয়ে দিতে হবে। আয়োডিন দ্রবণ এর পাশাপাশি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায়। এমপিসিলিন ৩ মিলিগ্রাম ইনজেকশন আক্রাত ছাগীকে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। এমপিসিলিন ইনজেকশন পাশে কিটোপ্রোফেন ১.৪ মিলিগ্রাম ইনজেকশন ৩৬-৪৮ ঘণ্টা পর ছাগলের শিরায় দিলে তাড়াতাড়ি সেরে উঠে। ছাগীর ওলানের দুধ বের করে বাটে নিচের যেকোনো ১টি ওষুধ ব্যবহার করতে হবে। (ক) টেরামাইসিন (খ) পেনিসিলিন (গ) এম্পিসিলিন (ঘ) সালফানোমাইডম (ঙ) মেসিডেট (চ) ফ্লোরটেরাসাইক্রিন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply