মেহেরপুর জেলা ক্রীড়া আফিস ক্রিকেট টুর্নামেন্টে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে
মেহেরপুর জেলা ক্রীড়া আফিস ক্রিকেট টুর্নামেন্টে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে।
রবিবার সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রায়পুর মাধ্যমিক বিদ্যালয় ৯ উইকেটে আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আর বিজিএম পনেরো.২ ওভার এক শত দশ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রিঙ্কু সর্বোচ্চ কুড়ি রান করেন। রায়পুরের মাসফি ৪ টি উইকেট লাভ করে। জববে খেলতে নেমে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় সাত .২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে মারফি সর্বোচ্চ সাতান্ন (পরাজিত) এবং লাবিব তেরো রান করেন।
No comments: