Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসকের ওপর ছুরি হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ




ভারতের চেন্নাইয়ে একজন চিকিৎসকের ওপর ছুরি হামলার ঘটনায় দেশের চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। কলকাতার আর জি কর হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক মাস পরে চেন্নাইয়ের হাসপাতালে এই ঘটনা ঘটল। ভারতের ৭৫ শতাংশের বেশি ডাক্তার কোনো না কোনো ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছেন। ছবি: সংগৃহীত ২ মিনিটে পড়ুন আক্রান্ত চিকিৎসকের নাম বালাজি জগনাথন। তিনি একটি সরকারী হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ। তিনি একজন নারীর ক্যান্সার চিকিৎসা করছিলেন। তার চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে সেই নারীর সন্তান ডাক্তার বালাজির ওপর ছুরি দিয়ে আক্রমণ করেন। আক্রান্ত চিকিৎসকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এদিকে হামলাকারীকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আরও পড়ুন:দিল্লির বায়ুদূষণের মারাত্মক অবনতি, স্কুল বন্ধের আহ্বান ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) এক প্রতিবেদনে দেখা গেছে, ভারতের ৭৫ শতাংশের বেশি ডাক্তার কোনো না কোনো ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ৬৮.৩৩ শতাংশ হামলাই করেছে রোগীদের অ্যাটেনডেন্টরা। এক মাস আগে কলকাতার আর জি কর সরকারি হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। বুধবার (১৩ নভেম্বর) চেন্নাইয়ের হাসপাতালে হামলার ঘটনাটি ঘটে। বেশ কয়েকদিন ধরেই জগনাথন হামলাকারীর মায়ের চিকিৎসা করছিলেন। যিনি ডিম্বাশয়ে ক্যান্সারের অ্যাডভান্স পর্যায়ে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীকে একদিন আগে ডাক্তারের সাথে ঝগড়া করতে দেখা গেছে। পরের দিন ওই ব্যক্তি ডাক্তার জগনাথনের পরামর্শ কক্ষে ঢোকেন। এরপর রুমের দরজায় তালা লাগিয়ে দেন এবং রান্নাঘরের ছুরি দিয়ে তাকে কোপান। ডাক্তারের শরীরের ৭টি স্থানে গুরুতর জখম রয়েছে। ডাক্তারের কক্ষ থেকে বের হওয়ার সময় হাসপাতালের কর্মীরা হামলাকারীকে ধরে ফেলে এবং পুলিশ হেফাজতে নিয়ে যায়। হামলায় জগনাথনের মাথায়, ঘাড়, পিঠ এবং কানে আঘাত করা হয়েছে। এরই মধ্যে তার অস্ত্রোপচার করা হয়েছে। এই ঘটনায় তামিলনাড়ু রাজ্যজুড়ে বিক্ষোভ হয়েছে। সেখানকার বেশ কয়েকটি ডাক্তার ইউনিয়ন পরিষেবা ধর্মঘটের হুমকি দিয়েছে। আরও পড়ুন:এবার কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ আইএমএ (দেশের চিকিৎসা পেশাজীবীদের একটি বড় ইউনিয়ন) হামলার নিন্দা করেছে এবং ডাক্তারদের বিরুদ্ধে সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply