শিশুর শরীরে কেন করবেন তেল মালিশ?
শিশুর শরীরে কেন করবেন তেল মালিশ?
তেল মালিশ করা একদিকে যেমন শিশুদের জন্য আরামদায়ক, তেমনই তার স্বাস্থ্যের জন্যও ভালো। তেল শিশুর নরম এবং নাজুক ত্বককে সুরক্ষা দেয়, ত্বককে রাখে আর্দ্র।
নিয়মিত মালিশ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে ভূমিকা রাখে। মালিশের মাধ্যমে শিশুর স্ট্রেস হরমোন বা করটিসল কমে এবং সুখী হরমোন যেমন সেরোটোনিন এবং ডোপামিনের নিঃসরণ বাড়ে। যা কিনা শিশুর ঘুম ভালো হতে সাহায্য করে।
যেসব শিশুর ‘কোলিক’–এর সমস্যা থাকে, তাদের জন্য মালিশ বেশ উপকারী। মালিশের বেশ কিছু কৌশল পেটে জমে থাকা গ্যাস বের করে দিতে সাহায্য করে।
অনেক বিশেষজ্ঞের মতে, সঠিক ও উপযুক্ত উপায়ে তেল মালিশ করলে শিশুর হাড় ও পেশি মজবুত হয়। রক্ত সঞ্চালন ভালোভাবে হয়।
No comments: