জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন
ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ বিজয়ের পর মার্কিন জনগণের উদ্দেশে ভাষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১ টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) এই ভাষণ দেবেন তিনি। হোয়াইট হাউসের বরাতে এ খবর জানিয়েছে এনবিসি নিউজ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১ টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) এই ভাষণ দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা ও ফল প্রকাশ। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল কলেজ। যেখানে জয়ের জন্য প্রয়োজন ২৭০টি।
প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিতের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প। বিশ্বনেতারা ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। ফোন করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য তাকে হোয়াইট হাউসের একটি বৈঠকে আমন্ত্রণ পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুন: ট্রাম্পের মন্ত্রিসভায় যারা থাকতে পারেন
এদিকে খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ভাষণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। তবে প্রাধান্য পাবে সদ্য শেষ হওয়া নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর
No comments: