ডুমুরের বীজে খোদাই করেছেন আল কোরআনের সুরা ইখলাস তুরস্কের পশ্চিমাঞ্চলীয় কুসাদাসির বাসিন্দা
ডুমুরের বীজে মহাগ্রন্থ আল কোরআনের সুরা লিখেছেন এক ব্যক্তি। মাইক্রোস্কোপ দিয়ে তিনি ডুমুরের ছোট্ট একটি বীজে খোদাই করছেন পবিত্র কোরআনের বাণী।
মহান আল্লাহতায়লা পবিত্র কোরআনে এই ফলের শপথ নিয়েছেন। আর সেই ফলের বীজের খোদাই করলেন আল কোরআনের সুরা। এমন অসাধ্য করে চলেছেন নেচাতি কোরকমাজ নামের এক ব্যক্তি।
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় কুসাদাসির বাসিন্দা নেতাচি। সেখানেই ছোট্ট একটি ঘরে বসে এক নাগাড়ে কাজ করে যাচ্ছেন তিনি। খুদে জিনিসের এই ভাস্কর মাসের পর মাস ব্যয় করে একটি ডুমুরের বীজে খোদাই করেছেন সুরা ইখলাস।
ছয় মাসের চেষ্টায় একটি ডুমুরের বীজে সুরা আল ইখলাস খোদাই করতে সক্ষম হয়েছিল। চার শত বছর আগে মাস্টার সাইদ কাসেম কুবানি একটি চালের ওপর সুরা আল ইখলাস লেখার কৃতিত্ব অর্জন করেছিলেন।
No comments: