Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আপাং ডাঁটা আগুনে পুড়িয়ে ক্ষার দাদের উপর ঘষে ঘষে লাগালে উপকার হবে




আপাং ডাঁটা আগুনে পুড়িয়ে ক্ষার দাদের উপর ঘষে ঘষে লাগালে উপকার হবে

১.অর্শ রোগ আপাং-এর বীজ ৩ গ্রাম নিয়ে তা আতপ চাল ধোয়া পানি দিয়ে ভালভাবে বেটে সকালে একবার করে নিয়মিত ৩-৪ দিন খেলে অর্শের যন্ত্রণা এবং রক্তপড়া বন্ধ হয়। ২.অকাল প্রসবে অকাল প্রসবের সম্ভাবনা দেখা দিলে আপাং গাছের ফুল অর্থাৎ মঞ্জুরী হয়নি এমন চারাগাছ গোড়া থেকে মুলসহ তুলে গর্ভবতীর কটিদেশে বেঁধে দিলে অকালপ্রসবের ভয় থাকেনা। ৩.ফোঁড়ার পুঁজ বের করতে ঠান্ডা পানি দিয়ে বেটে ফোঁড়ার চারপাশে প্রলেপ দিলে ভেতর থেকে পুঁজ ও দূষিত রক্ত বের হয়ে আসে। তবে দিনে ২-৩ বার প্রলেপ দিতে হবে। ৪.দাদ রোগে আপাং গাছের শুকনা ডাঁটা আগুনে পুড়িয়ে ক্ষার তৈরি করে নিতে হবে। ৮ গ্রাম সেই ক্ষার এবং জলপাই তেল দিয়ে মেখে দাদের উপর ঘষে ঘষে লাগাতে হবে। ৪-৫ দিনের মধ্যে উপকার পাওয়া যাবে। ৫.কাটা ও রক্তপাতে আঘাত লেগে কেটে রক্ত বের হলে আপাং এর টাটকা রস কাটা স্থানে দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হবে।তবে রসটা পরিমানে একটু বেশি হতে হবে। ৬.চুল পাকা রোধে আপাং এর টাটকা শিকড় পরিমান মত নিয়ে বেটে তা দুপুরে গোসল করতে যাওয়ার ২-৩ ঘন্টা আগে সারা মাথায় ব্যবহার করতে হবে। ৭.প্রসব সমস্যায় এটা মৃদু জোলাপের কাজ করে। বৃহৎ মাত্রায় সেবন করলে প্রসব বেদনা ত্বরান্বিত হয় তাই গর্ভপাত ঘটানোর জন্য অনেক সময় এর ব্যবহার করা হয়ে থাকে। আপাং এর ছাই এ প্রচুর পরিমাণ পটাশ আছে তাই এর ছাই অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply