Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলার ঘটনায় গ্রেফতার ৩




ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। শনিবার (১৬ নভেম্বর) সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমা হামলা হয়েছে। ছবি: সংগৃহীত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ইসরাইলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা ছোড়া হয়। এ সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান (বিশেষত সামরিক গোয়েন্দা বিমান) থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত একে ‘গুরুতর ঘটনা’ বলে মন্তব্য করেছে। আরও পড়ুন: নেতানিয়াহুর বাড়িতে ফের বোমা হামলা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ ও শিন বেত যৌথভাবে জিজ্ঞাসাবাদ করবে। বিবৃতিতে আরও বলা হয়, আদালত ৩০ দিনের মধ্যে তদন্তের বিস্তারিত প্রকাশ বা সন্দেহভাজনদের পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। ইসরাইলি পার্লামেন্টের মুখপাত্র আমির ওহানা অভিযোগ করে বলেন, এ ঘটনার পেছন সরকারবিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে। আরও পড়ুন: ড্রোন হামলা /নেতানিয়াহুর শোবার ঘরের জানালা গুঁড়িয়ে দিলো হিজবুল্লাহ! এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। একই সঙ্গে জনসমাগম হয়, এমন স্থানে সহিংসতা বাড়ছে বলে তিনি সতর্ক করেন। তিনি এক এক্স পোস্টে জানান, তিনি শিন বেতের প্রধানের সঙ্গে কথা বলে এ ঘটনা তদন্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জড়িত ব্যক্তিদের এ ঘটনায় দ্রুত আইনের আওতায় আনার পরামর্শ দেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply