বিরল দুই মাথাওয়ালা সাপ
,
দক্ষিণ আফ্রিকার বন্য অঞ্চলে দুই মাথা বিশিষ্ট একটি অত্যন্ত বিরল প্রজাতির সাপ পাওয়া গেছে। সাপটি উদ্ধারকারী নিক ইভান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সাপটির ছবি শেয়ার করেছেন। যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। খবর দ্য সাউথ আফ্রিকান ডট কমের।
সাপটি উদ্ধারকারী নিক বলেন, তাকে সাপটি একজন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করতে হয়েছে। সাপটি তিনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তিনি সাপটি মূলত তার বাগানে পেয়েছেন।
ইভান আরও বলেন, তিনি যার কাছ থেকে সাপটি পেয়েছেন, তিনি সাপটি প্রথমে একটি বয়ামে রেখে দিয়েছিলেন যেন কেও তার কোনো ক্ষতি না করতে পারে।
ছবির ক্যাপশনে নিক লেখেন, সরীসৃপ প্রাণীটি যখন নড়াচড়া করে তখন দেখতে আরও অদ্ভুত লাগে। কখনও প্রাণীটির মাথা বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে আবার কখনও একটি মাথা অপর মাথার ওপর শুয়ে বিশ্রাম করে। তিনি আরও জানান, এই সাপ সাধারণত বেশিদিন বাঁচে না। এটিও হয়তো খুব বেশিদিন বাঁচবে না।
বর্তমানে এই বিরল প্রাণীটি নিরাপদে ও যত্নে সংরক্ষণাগারে রয়েছে তাই এটিকে এখনই ছেড়ে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নেননি বলেও জানান তিনি
Tag: videos
No comments: