Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মানব দেহের মজার তথ্য জানুন “মানব দেহের মজার তথ্য”




মানব দেহের মজার তথ্য জানুন “মানব দেহের মজার তথ্য” ১. একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের তের ভাগের এক ভাগ। অর্থাৎ পয়ষট্কেটি জি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি। ২. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ দুইহাজার পাচ শত কোটি এবং এরা ৪ মাস বাঁচে। ৩. রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা দুই শত পনচাশ কোটি এবং এরা মাত্র বারো ঘণ্টা বাঁচে। ৪. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে। ৫. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে। ৬. কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘণ্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়। ৭. দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে। ৮. একটি শিশুর জন্মের সময় হাড় থাকে তিন শত পনচাশ টি। ১০. একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে কুড়ি বর্গফুট। ১১. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ। ১২. মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭টি বড় কেক তৈরি সম্ভব। ১৩. মানুষের শরীরে ৬৫০টি পেশি আছে। কোন কোন কাজে দু্ই টি পেশি সক্রিয় হয়। মুখমণ্ডলে ৩০টির বেশি পেশি আছে। হাসতে গেলে পনোরে টির বেশি পেশি সক্রিয় হয়। ১৪. একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কি.মি. পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে। ১৫. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply