Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জানুন মোটরসাইকেলের সিট কালো রঙের হয় কেন?




জানুন মোটরসাইকেলের সিট কালো রঙের হয় কেন?

বাইক নিয়ে অনেককিছু জানা থাকেও সিটের রঙ কেন কালো তার আসল কারণ অনেকেই জানেন না। গরম রাখে : মোটরসাইকেল ব্যবহারের চল প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেই শুরু হয়। আর আমরা সবাই জানি এই সমস্ত দেশগুলোতে কী পরিমাণ ঠান্ডা পড়ে। তাই সিট গরম রাখতে কালো রঙের ব্যবহার করা হয়। যেহেতু কালো রঙের সিট গরম শোষণ করতে পারে এবং সিট উষ্ণ রাখে তার জন্যই এই রঙের সিট লাগানো হত বাইকগুলোতে। আর তারপর থেকেই বর্তমানে অধিকাংশ বাইকের সিটের রঙ কালো হয়। অনেকেই বলেন, বাই-সাইকেলে প্রথম কালো সিটের শুরু হয়। আর সেখান থেকেই নাকি মোটরসাইকেলে কালো রঙের সিটের প্রচলন শুরু হয়। ধুলা-বালি কম দেখায় কালো রঙ: নানা পরিস্থিতি নানা পরিবেশের মধ্যে বাইক চালাতে হয়। এর ফলে বাইকের সিটে ধুলা–বালি এসে জমে। কিন্তু দেখা গিয়েছে, অন্যান্য রঙের তুলনায় কালো রঙ এই ধুলা-বালি কম দেখায়। বাইরের পরিবেশে উন্মুক্ত হয় না। তাই বেশিরভাগ মোটরসাইকেলে কালো রঙের ব্যবহার হয়ে আসছে। আকর্ষণীয় রঙ: অনেকেই মনে করেন কালো রঙ নজর টানে এবং আকর্ষণীয় রঙ এটি। বহু রাইডার এই রঙ পছন্দ করে। তাই টু হুইলার প্রস্তুতকারক সংস্থাগুলো বাইকের অন্যান্য রঙ মাথায় রেখে সিটের রঙ কালো রাখে। অন্যান্য রঙের সঙ্গে মিল খায়: চোখে লাগে এমন রঙ হিসাবে শুধু নয়, বাইকের অন্যান্য রঙের সঙ্গে পরিপূরক হতে হবে। মোটরসাইকেলের রঙ এবং সিটের রঙ সমগ্র দু চাকাটিকে নান্দনিক করে তোলে। যার ফলে উক্ত মোটরসাইকেল আরও বেশি নজরকাড়া হয়ে ওঠে রাইডারদের কাছে। তবে অনেকেই অন্যান্য রঙের সঙ্গে তর্ক করতে পারেন। কিন্তু মোটরসাইকেলের রঙের সঙ্গে তা কতটা পরিপূরক হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে যা কালো রঙের ক্ষেত্রে নেই। তাই সিটের রঙ ধুসর বা কালো রাখতেই চেষ্টা করে সংস্থাগুলো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply