মার্কিন যুদ্ধজাহাজে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের উপকূল থেকে যাত্রার সময় মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনও এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) বাব-আল মান্দেব প্রণালিতে টহলের সময় অন্তত ৮টি ড্রোন ও ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সশস্ত্র গোষ্ঠীটি। তবে এগুলো সফলভাবে প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী দুটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। বাব আল-মান্দেব প্রণালির ট্রানজিটের সময় ইরান সমর্থিত গোষ্ঠীটি এ হামলা চালায়। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাহিনী এ হামলা সফলভাবে প্রতিহত করেছে।
আরও পড়ুন: ইয়েমেনে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো কর্মীও আহত হয়নি। এ হামলার বিষয়ে আমরা অবগত ছিলাম না।
এর আগে মঙ্গলবার হুতি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে জানায়, টানা ৮ ঘণ্টা যোদ্ধারা মার্কিন যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আরও পড়ুন: ইসরাইলগামী ৩ জাহাজে হামলার দাবি হুতিদের
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেন, প্রথম অভিযানটি বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে আরব সাগরে অবস্থিত আমেরিকান বিমানবাহী রণতরীকে (আব্রাহাম) লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্য অপারেশনটি বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনসহ লোহিত সাগরে দুটি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছিল।
প্রসঙ্গত, গাজায় দখলদার বাহিনীর হামলার প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল–মান্দেব প্রণালিতে ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছে হুতিরা।
No comments: