গাংনীর ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের অপসারন ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
গাংনীর ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের অপসারন ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
করেছেন ঐ ইউনিয়নের সর্বস্তরের জনগন। আজ রবিবার সকালে গাংনী শহরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাংনী বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারে সমাবেশ ও মানববন্ধন করে। মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাজল হোসেন ও সদস্য সচিব এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান ফিরোজ আহমেদ। বক্তারা ধানখোলা ইউপির বিনা ভোটের অবৈধ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের স্থায়ী অপসারণ ও গ্রেফতারের দাবী জানান।
No comments: