Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান হতে পারে : ক্রাইসিস গ্রুপ




বাংলাদেশে সংস্কার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হলে আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান হতে পারে, তখন সামরিক হস্তক্ষেপ হলে সেটি হবে বড় বিপত্তি। জনসাধারণের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন পাওয়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ শেষ করতে বেশি সময় না লাগানোর চেষ্টা করতে হবে। এ ছাড়া জনগণকে সরকারের পাশে ধরে রাখতে দ্রুত কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে হবে। এর মধ্যে রয়েছে প্রশাসনে দুর্নীতি মোকাবিলা, বিদ্যুৎ সরবরাহের উন্নতি এবং উচ্চ দ্রব্যমূল্য কমানোর মতো বিষয়গুলো। আজ শুক্রবার (১৫ নভেম্বর) প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে এসব কথা বলা হয়। ক্রাইসিস গ্রুপের পর্যবেক্ষণে বলা হয়, একটি আগাম নির্বাচন হলে সম্ভবত বিএনপি ক্ষমতায় আসবে; দলটির অতীতের শাসন বিবেচনায় তারা আওয়ামী লীগের চেয়ে সামান্য ভালো প্রমাণিত হবে বলে ধারণা করছেন অনেকে। প্রতিবেদনে দাবি করা হয়, যদি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়, তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে। এর মধ্য দিয়ে শুরু হতে পারে সামরিক শাসন। অন্তর্বর্তী সরকারকে ‘দ্রুত সফল’ হওয়া লাগতে পারে, এমন বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রশাসনে দুর্নীতি মোকাবিলা, বিদ্যুৎ সরবরাহের উন্নতি এবং উচ্চ দ্রব্যমূল্য কমানোর মতো পদক্ষেপগুলো। ‘বাংলাদেশে একটি নতুন যুগ? সংস্কারের প্রথম একশ দিন’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্ব নেতাদের অন্তর্বর্তী সরকারকে তাদের উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর সমর্থনে কাজ করা উচিত এবং বাংলাদেশের রাজনীতিকে একটি নতুন যুগে নিয়ে যেতে সহায়তা করা উচিত। Advertisement ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশবিষয়ক সিনিয়র কনসালটেন্ট থমাস কিন বলেন, অন্তর্বর্তী সরকার ব্যাপক জনসমর্থন পাচ্ছে এবং সেটা ধরে রাখার জন্য তাদেরকে দৈনিক শাসন ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। থমাস কিন বলেন, ‘যদি ইউনূস ও তার সরকার হোঁচট খায়, তাহলে দেশটির ক্ষমতায় কিছুটা পরিবর্তন নিয়ে নির্বাচিত সরকার আসতে পারে, এমনকি সামরিক শাসনের মেয়াদও শুরু হতে পারে।’ থমাস কিন আরও বলেন, যদি অন্তর্বর্তী সরকার সংস্কারে সফল হতে পারে, তাহলে বাংলাদেশিরা আগামী কয়েক দশকের জন্য উপকৃত হবেন। তিনি উল্লেখ করেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার ১০০ দিন পর দেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply