মেহেরপুর সরকারি মহিলা কলেজে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত
যুক্তির দ্রোহ হোক মুক্তির হাতিয়ার ‘ স্লোগানকে সামনে নিয়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে মেহেরপুর সরকারি মহিলা কলেজ।
বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনপর্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল আমিন বলেন, যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক ভবিষ্যতমুখী সমাজ গঠনে বিতর্কচর্চার প্রয়োজনীয়তা অপরিসীম। যুক্তির শাণিত হাতিয়ার দিয়েই মানুষ তার ভেতরের অন্ধকারকে দূর করে নিজে ও নিজের সমাজকে আলোকিত করতে পারে।
‘অর্থনৈতিক ক্ষেত্রে পরনির্ভরতায় নারী ক্ষমতায়নের প্রধান অন্তরায়’ শীর্ষক প্রতিপাদ্যের উপর পক্ষ ও বিপক্ষ দলের বিতার্কিক হিসাবে প্রতিযোগিতায় অংশ নেয় কলেজের শিক্ষার্থী তানজিনা তাসমিম হক মোহনা, আফরিন জিমি, জাহানারা ফেরদৌস জয়িতা, শামসুন্নাহার মিম, জয়িতা ইসলাম এবং আরমিতা খান আজমি।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম। প্রতিযোগিতা শেষে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম,মিরাজ উদ্দিন, সহকারী অধ্যাপক ড. সারোয়ার হোসেন, প্রভাষক রূপালী বিশ্বাস, ইকরামুল হাসান, জান্নাতুল নাঈম, হুমায়ুন আহমেদ, নাসির উদ্দীন প্রমুখ।
No comments: