Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫’র প্রতিদ্বন্দ্বী দেখাল চীন




যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীন। মঙ্গলবার (১২ নভেম্বর) পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে-৩৫এ প্রথমবারের মতো হাজির হয়। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন বলা হয়েছে, পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর একটি জে-৩৫এ অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার শুরু হওয়া চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী রোববার (১৭ নভেম্বর) পর্যন্ত। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করে। এরপর এই প্রথম রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান জনসমক্ষে উড্ডয়ন করল। পিএলএ’র দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে টেক্কা, পারমাণবিক শক্তিচালিত রণতরী বানাচ্ছে চীন! জে-৩৫এ চীনা বিমানবাহিনীতে দ্বিতীয় স্টিলথ ফাইটার। অপর স্টিলথ ফাইটারটি হলো জে-২০ হেভি ডিউটি স্টিলথ কমব্যাট এয়ারক্রাফট। ২০১৬ সালের শেষ দিকে চীন এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করে। চীনের নতুন যুদ্ধবিমান জে-৩৫ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫–এর মতোই। পার্থক্য শুধু, জে-৩৫-এ দুটি ইঞ্জিন আছে এবং এফ-৩৫-এ আছে একটি ইঞ্জিন। আরও পড়ুন: চীনে এয়ার শো’র আগে গাড়িচাপা, ৩৫ জন নিহত চীন অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধবিমানের নকশা অনুকরণ করার জন্য পরিচিত। চীনের জে-২০ এবং মার্কিন এফ-২২ র‍্যাপটরের নকশা একই রকম। প্রার্থক্য শুধু জে-২০-এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে, যা এফ-২২ তে নেই। এছাড়া চীনের চেংডু জে-১০-যা ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত-এর নকশা মার্কিন এফ-১৬-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply