মুজিবনগরের আওয়ামীলীগ দলের সক্রিয় সদস্য নাশকতামূলক কর্মকান্ড সন্দহে ছয় জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
মুজিবনগরের আওয়ামীলীগ দলের সক্রিয় সদস্য নাশকতামূলক কর্মকান্ড সন্দহে ছয় জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,বাংলাদেশ আওয়ামীলীগ দলের সক্রিয় সদস্য অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের ব্যানারে আসামীগণ নাশকতামূলক কর্মকান্ড করার জন্য একত্রিত হয়েছিল তার অবৈধ কার্য সম্পাদনের পরিকল্পনা করিয়া 15(3)/25D The Special Powers Act, 1974 ধারায় অপরাধ করিয়াছে তাই তাদের আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের গিয়াস উদ্দীনের স্ত্রী আসমা ও আনন্দবাস গ্রামের এনামুলের স্ত্রী লাল ভানু ।ভবেরপাড়া গ্রামের ডেভিট দফাদারের স্ত্রী সপ্না মন্ডল , একই গ্রামের জোসেফ মন্ডলের ছেলে সুদিপ মন্ডল আনন্দবাস (খন্দকারপাড়ার) ফকির মোহাম্মদের ছেলে আ: আজিজ , একই গ্রামের শওকত মোড়লের ছেলে মেহেদী হাসান
Tag: English News Entertainment lid news national Zilla News
No comments: