নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার হুমকি পুতিনের
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক হামলার পর কিয়েভের ‘ডিসিশন মেকিং’ সেন্টারগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নতুন ওরেশনিক আইআরবিএম ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন পুতিন।
ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা চালানোর হুমকি পুতিনের। ছবি: সংগৃহীত
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, পুতিন জানিয়েছেন যে ন্যাটো দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার তুলনায় দশগুণ বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া। এ সময় তিনি কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র অর্থাৎ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর হুমকি দেন।
এর আগে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ অবকাঠামোতে চলতি মাসের দ্বিতীয় বড় হামলা চালায় রাশিয়া। এতে কিয়েভের প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন:শান্তি ও মানবতার প্রশ্নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা চালানোর জবাবে ওই হামলা চালানো হয় বলেও জানান পুতিন।
এদিকে কাজাখস্তানের রাজধানী আস্তানায় যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়ে পুতিন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে কথা বলেন।
তিনি বলেছেন, ‘রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছে। শত্রুরা যা করেছে তার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালায় মস্কো। বিশ্বে রাশিয়ার ওরশনিকের মতো একটি ক্ষেপণাস্ত্রও নেই। শিগগিরই পশ্চিমারা এমন কিছু বানাতে পারবে বলেও মনে হয় না।’
আরও পড়ুন:ইউক্রেন-রাশিয়া, পারমাণবিক হুমকি ও ট্রাম্পকে যেভাবে সামলেছেন অ্যাঙ্গেলা মার্কেল
পুতিন আরও বলেন, ‘কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো ওরেশনিকের পরবর্তী লক্ষ্যবস্তু। এছাড়া ইউক্রেনও মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের বিরুদ্ধে একাধিক আক্রমণ করেছে বলে জানান তিনি। বলেন, চলতি মাসের শুরুতে মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় ইউক্রেন।’
Tag: world
No comments: