মেহেরপুরে মাদক সেবন ও বহনের অপরাধে আটক-৫
মেহেরপুরে অভিযান চালিয়ে চার বোতল বিদেশী মদ ও গাঁজা সেবন করে বিরক্তিকর আচরণ করার অপরাধে ৫ জনকে আটক করেছে বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতেপুর গ্রামের এইচবি ব্রিক্সের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর শহরের মন্ডলপাড়ার আঃ জলিলের ছেলে হাসান (১৯), সুইপার পাড়ার মৃত দীলিপ বাসফোড়ের ছেলে রঞ্জিত বাসফোড় (২৮), সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের মৃত আঃ ওদুদের ছেলে রাশেদ (১৯), উজলপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন ইসলাম এবং একই গ্রামের মৃত সিরাজুলের ছেলে তৌফিক (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর গ্রামের এইচবি ব্রিক্সের কাছে অভিযান পরিচালনা করা হয়। এসময় চার বোতল বিদেশী হুইসকি সহ হাসান ও রঞ্জিত বাসফোড়কে এবং গাঁজা সেবন করে বিরক্তিকর আচরণ করার রাশেদ, সুজন ও তৌফিককে আটক করা হয়।
আটককৃত হাসান ও রঞ্জিত বাসফোড়ের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় রাশেদের ৩ দিন এবং সুজন ও তৌফিকের সাত দিনের কারাদন্ড দেওয়া হয়।
No comments: