গমের গোড়া পচা রোগ চারা ঝলসে যায় এবং গোড়া ও শিকড় পচে যায়।
গমের গোড়া পচা রোগ চারা ঝলসে যায় এবং গোড়া ও শিকড় পচে যায়।
রোগের নামঃ
গমের গোড়া পচা রোগ Foot Rot of Wheat (Sclerotium rolfsii)
লক্ষণঃ
এ রোগের ফলে বীজে পচন ধরে ধরে। চারা ঝলসে যায় এবং গোড়া ও শিকড় পচে যায়।
চারা অবস্থায় আক্রান্ত হলে প্রথমে কান্ডের নীচের দিকের পাতা হলুদ হয়ে আসে পরে ক্রমশ উপরের দিকের পাতায়ও ছড়িয়ে পড়ে।
গাছটি হলুদ বর্ণ ধারণ করে এবং আস্তে আস্তে মারা যায়। এ অবস্থায় গাছটি টান দিলে সহজেই মাটি হতে উঠে আসে।
আক্রান্ত গাছটির গোড়া ভালোভাবে পরীক্ষা করলে এতে সাদা বর্ণের তুলার মত ছত্রাকের মাইসেলিয়াম এবং কখনও সরিষার দানার মত স্কেলেরোসিয়া দেখা যায়।
শিকড় ও কাণ্ড – সংলগ্ন অংশে লালচে বাদামী দাগ দেখতে পাওয়া যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
চারা লাগানোর ৫-৭ দিন আগে ট্রাইকো-কম্পোস্ট মাটিতে ভালভাবে মিশিয়ে এ রোগ দমন করা যায়।
No comments: