মুজিবনগর উপজেলার আনন্দবাস প্রিমিয়ার ক্রিকেটে লীগে আমঝুপি খেলাঘর জয়লাভ
মুজিবনগর উপজেলার আনন্দবাস এক্সপ্রেস এর উদ্যোগে আনন্দবাস প্রিমিয়ার ক্রিকেটে লীগে আমঝুপি খেলাঘর জয়লাভ করেছে।
শুক্রবার বিকালে আনন্দবাস মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি খেলাঘর ৪৯ রানে গাড়াডোব কাজলা ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি খেলাঘর ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজু ৫৩,সুজন ৩৫ রান করেন।
গাড়াডোব কাজলা ক্রীড়া চক্রের মিঠুন ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে গাড়াডোব কাজলা ক্রীড়া চক্র ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে । দলের পক্ষে তৌকির ৫২ রান করেন। আমঝুপি খেলাঘরের লিটু তিনটি, রাজু ও হাসানুর দুটি করে উইকেট লাভ করেন।
বিজয়ী দলের রাজু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। আনন্দবাস ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুল হালিম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।
No comments: