যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হতে যাওয়া কে এই ভারতীয় উষা?
প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হতে চলেছেন উষা ভ্যান্স। এরইমধ্যে তাকে আবেগঘন শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জানা যায়, উষার পূর্বপুরুষ অন্ধ্রের বাসিন্দা ছিলেন।
উষা ভ্যান্স। ছবি: এপি
সদ্যসমাপ্ত মার্কিন নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট ছিলেন জেডি ভ্যান্স। নির্বাচনে জয়লাভ করে আগামী দিনে দেশটির ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি। জেডি ভ্যান্সের সঙ্গেই ‘ইতিহাস’ গড়ে ফেলেছেন তার স্ত্রী উষা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে উষা বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’র আসনে।
উল্লেখ্য, এর আগে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হওয়ার নজির গড়েছিলেন কমলা হ্যারিস।
নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার স্ত্রী উষার অবদানের কথা স্বীকার করেছেন জেডি ভ্যান্স।
আরও পড়ুন: ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হারেননি, দাবি ভ্যান্সের
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, উষার পূর্বপুরুষ অন্ধ্রের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন। প্রায় ৫০ বছর আগে ভারত ছেড়ে তারা পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন।
ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে জেডি’র সঙ্গে পরিচয় উষার। ২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় গাঁটছড়া বাধেন তারা। আর ১০ বছর পরে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হচ্ছেন উষা।
এদিকে তেলেগু সংস্কৃতির সন্তান উষার এই সাফল্যে উচ্ছ্বসিত অন্ধ্রের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ট্রাম্পের জয়: স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি মেলানিয়ার
এক্স হ্যান্ডেলে চন্দ্রবাবু নাইডু লেখেন, ‘ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য জেডি ভ্যান্সকে অভিনন্দন। তেলুগু ঐতিহ্যের প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি হচ্ছেন উষা, সেটা গোটা বিশ্বের সকল তেলেগু মানুষের কাছেই খুব গর্বের।’
আগামী দিনে ‘ভূমিকন্যা’ উষা এবং জেডি ভ্যান্সকে অন্ধ্রপ্রদেশে আমন্ত্রণ জানানোর ইচ্ছাও প্রকাশ করেছেন চন্দ্রবাবু।
সূত্র: সংবাদ প্রতিদিন
No comments: