পুতিনকে ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় উভয়ের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে।
২০১৮ সালের ১৬ জুলাই ফিনল্যান্ডের হেলসিংকির প্রেসিডেন্ট প্রাসাদে এক বৈঠকের শুরুতে হাত মেলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এপি
রোববার (১০ নভেম্বর) ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ইউরোপে ওয়াশিংটনের বিশাল সামরিক উপস্থিতির কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা চাইবেন ট্রাম্প, অঞ্চল পুনরুদ্ধার নয়
নির্বাচনী প্রচারণা জুড়েও ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ’ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। এজন্য পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। তবে তিনি কীভাবে তা করবেন তা ব্যাখ্যা করেননি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। এ সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে কীভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।
এই ফোনালাপের খবর এমন সময়ে সামনে এলো যখন ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার সিইও মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন।
আরও পড়ুন: জেলেনস্কি ও ট্রাম্পের ফোনালাপ, সঙ্গে ছিলেন মাস্ক
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এক্স পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি। ট্রাম্পের বিজয়কে ‘চমকপ্রদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করছি। সে সময় আমরা ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কৌশলগত অংশীদারিত্ব, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছি।’
জেলেনস্কি আরও বলেন, বৈশ্বিক বিষয়ে ‘শক্তির মাধ্যমে শান্তি’ পদ্ধতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। শুধুমাত্র এই নীতিই ইউক্রেনে শান্তি আনতে পারে। আমি আশাবাদী যে আমরা একসঙ্গে এটি কার্যকর করব।
No comments: