মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুফুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম এর সভাপতিত্বে কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিনুর রহমান খান,মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান প্রমুখ। সভা শেষে ভালো কাজ করায় পুলিশ সুপারের পক্ষ থেকে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
No comments: