সংবিধান ও গণতন্ত্রের নামে বিভাজন তৈরির পাঁয়তারা চলছে, অভিযোগ মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও ‘এক দেশ এক নির্বাচন’ পদ্ধতির ওপর গুরুত্ব দিয়েছেন। বিরোধী দলগুলো এর সমালোচনা করলেও, দেশটিতে সংবিধান ও গণতন্ত্রের নামে বিভাজন তৈরির পাঁয়তারা চলছে বলে অভিযোগ মোদির।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতের গুজরাটে সর্দার প্যাটেলের ১৪৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি। তার বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ।
এসময়, ‘এক দেশ এক নির্বাচন’ পদ্ধতির ওপর জোর দেন তিনি। বলেন, তার সরকার এটা নিয়ে কাজ করছে, যা খুব শিগগিরই বাস্তবায়ন হবে।
আরও পড়ুন: ভারতে প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানা উদ্বোধন
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন,
দেশে সংবিধান ও গণতন্ত্রের নামে জনগণের মধ্যে বিভাজন তৈরির পাঁয়তারা করছে কিছু অশুভ শক্তি।
‘এক দেশ এক নির্বাচন’ পদ্ধতি দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে উল্লেখ করে মোদি বলেন, এটি বাস্তবায়ন হলে স্বপ্ন অর্জনের পথে নতুন গতি পাবে ভারত।
ভোটগ্রহণ প্রক্রিয়ার খরচ ও প্রশাসনিক জটিলতা কমাতে এই নির্বাচনী ব্যবস্থার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। সম্প্রতি, প্রস্তাবটি অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। লোকসভার শীতকালীন অধিবেশনে প্রস্তাবটি পার্লামেন্টে উত্থাপন করা হতে পারে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
এদিকে, মোদির এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলো।
No comments: