Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিপদ আরও বাড়বে: কমলা




ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিপদ আরও বাড়বে: কমলা, ডোনাল্ড ট্রাম্প ‘লাগামহীন ক্ষমতা’র পেছনে ছুটছেন বলে সতর্ক করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিপদ আরও বাড়বে বলেও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার (২৯ অক্টোবর) ওয়াশিংটনের এক সমাবেশে নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ সপ্তাহে সমর্থকদের সামনে এই সতর্কবার্তা দেন কমলা। খবর রয়টার্সের। ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিপদের সতর্কবার্তা দিয়েছেন কমলা হ্যারিস। ছবি: রয়টার্স মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছাকাছি একটি আউটডোর সমাবেশে অংশ নেন কমলা। এ সময় সেখানে ৭৫ হাজারেরও বেশি সমর্থক উপস্থিত ছিলেন বলে দাবি হ্যারিসের প্রচারণা শিবিরের। কমলা যে জায়গাটিতে সমাবেশ করেছেন, সেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমাবেশ করেছিলেন। এরপর তার সমথর্করা ক্যাপিটল হিলে হামলা চালায়। আরও পড়ুন:নির্বাচনী তহবিল থেকে কত অর্থ সংগ্রহ করলেন ট্রাম্প ও কমলা? সমাবেশে হ্যারিস বলেন, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কে। তিনি ২০২০ সালের নির্বাচনে পরাজিত হয়ে ফল পাল্টে দেয়ার জন্য তার একটি আমর্ড মবকে ক্যাপিটল হিলে পাঠিয়েছিলেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি অস্থির, প্রতিশোধপরায়ণ, ক্ষুব্ধ এবং লাগামহীন ক্ষমতার অধিকারী হতে চান। এদিকে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন হাব জানিয়েছে, এরই মধ্যে ৫৩ মিলিয়নেরও বেশি মার্কিনি নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। ৫ নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে আগামী চার বছরের জন্য ‘বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী দেশটি’ পরিচালনার ভার কার কাঁধে পড়বে। কমলা সমাবেশে যখন বক্তব্য রাখছিলেন তখন তার পেছনে যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছিল। তার চারপাশে নীল এবং সাদা ব্যানারে লেখা ছিল, ‘ফ্রিডম’। হ্যারিসের এই সমাবেশে বয়স্ক মানুষ থেকে শুরু করে কলেজ শিক্ষার্থী পর্যন্ত উপস্থিত ছিলেন। ছিলেন নিউইয়র্ক এবং নিকটবর্তী ভার্জিনিয়া থেকে আসা অনেক সমর্থক। বন্ধুদের সঙ্গে নিয়ে অনেক নারীকেও দেখা গেছে সমাবেশে। এদিকে, মঙ্গলবার এক জরিপে দেখা গেছে, কমলা হ্যারিসের প্রতি নিবন্ধিত ভোটারদের সমর্থন ৪৪ শতাংশ থেকে কমে ৪৩ শতাংশে নেমেছে। আরও পড়ুন:৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে আগাম ভোট দিলেন বাইডেন জুলাই মাসের পর থেকে প্রায় সব জরিপে এগিয়ে ছিলেন কমলা। তবে গত সেপ্টেম্বরের শেষ সময়ের পর থেকে তার অবস্থান দুর্বল হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply