Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নেতানিয়াহুর ভোলা উচিত নয় যে জাতিসংঘের সিদ্ধান্তে ইসরাইল সৃষ্টি: ম্যাক্রোঁ




ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এটা ভুলে যাওয়া উচিত নয় যে, তার দেশটি সৃষ্টি হয়েছিল জাতিসংঘ গৃহীত একটি প্রস্তাবের ফলে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: রয়টার্স ফিলিস্তিনের গাজা উপত্যাকা ও লেবাননে ইসরাইলের চলমান সামরিক আগ্রাসনে ক্ষুব্ধ ফরাসি প্রেসিডেন্ট। সংঘাত বন্ধে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। সেই সঙ্গে অন্যান্য পশ্চিমা দেশগুলোতে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করাই গাজা ও ইসরাইলে সংঘাত বন্ধ করার একমাত্র উপায়। পাশাপাশি লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইসরাইলি হামলারও নিন্দা জানিয়েছেন তিনি। এ কারণে ফরাসি প্রেসিডেন্টের ওপর চরম ক্ষেপেছেন নেতানিয়াহু। এবার নেতানিয়াহুকে আরও বড় হুঁশিয়ারি দিলেন ম্যাক্রোঁ। এএফপির প্রতিবেদন মতে, মঙ্গলবার (১৫ অক্টোবর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ম্যাক্রোঁ বলেছেন, ‘জনাব নেতানিয়াহুর এটা অবশ্যই ভুলে গেলে চলবে না যে, তার দেশটা জাতিসংঘের একটি সিদ্ধান্তে তৈরি হয়েছিল।’ আরও পড়ুন: ইসরাইল মুসলিমদের নিয়ন্ত্রণ করতে চায়: হিজবুল্লাহ নেতা ইসরাইল তথা নেতানিয়াহুকে জাতিসংঘের সিদ্ধান্তগুলো মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা জাতিসংঘের সিদ্ধান্ত উপেক্ষা করার সময় নয়।’ ১৯৪৭ সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। এর মাধ্যমে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র ও আরেকটি আরব রাষ্ট্র করার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। নেতানিয়াহুকে জাতিসংঘের ওই সিদ্ধান্তের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন ম্যাক্রোঁ। হামাসের অভিযানের পর গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। সেই সঙ্গে লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও সংঘাত শুরু হয় দেশটির। এতদিন তা সীমিত পরিসরে থাকলেও গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরাইল। আরও পড়ুন: ইরানের পারমাণবিক স্থাপনা ও তেলক্ষেত্রে সত্যিই কি হামলা চালাবে ইসরাইল? এরপর ১ অক্টোবর থেকে শুরু হয় স্থল অভিযান। যা এখনও অব্যাহত রয়েছে। সেই সঙ্গে চলছে বিমান হামলাও। এতে এখন পর্যন্ত ১ হাজার ৭৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ। ১২ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি এখন টার্গেট করা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষীদের। গত এক সপ্তাহে তিনবার শান্তিরক্ষা মিশনের ঘাঁটি টার্গেট করে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র নিন্দা জানিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply