ইরানের সামরিক কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের কিছু সামরিক কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার তালিকায় ইরানের সেনাবাহিনীর কমান্ডার এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য আব্দুর রহিম মুসাভি এবং ইরানের বিমান বাহিনীর কমান্ডার হামিদ ভাহেদি রয়েছেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং তাদের সম্পদ জব্দ করা হবে। এছাড়া ইরানের প্রযুক্তি ডেভলপমেন্টের সঙ্গে জড়িত ইরানি স্পেস এজেন্সিরও সম্পদ জব্দ করা হবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুতির শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ
গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিবকে লক্ষ্য করে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। যদিও এর বেশিরভাগই প্রতিহত করেছে ইসরাইল। এরপরই প্রতিশোধের হুঁংকার দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
No comments: