Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নেতানিয়াহুকে ট্রাম্প বলেছিলেন গাজা ও লেবাননে তোমার যা করার তুমি তাই করো!




নেতানিয়াহুকে ট্রাম্প বলেছিলেন গাজা ও লেবাননে তোমার যা করার তুমি তাই করো!

ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি হামলায় সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় হামলার পক্ষে সায় দেন ট্রাম্প। শুক্রবার (২৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথোপকথনের সময় ট্রাম্প বলেছেন, ‘গাজা ও লেবাননে তোমার যা করার তুমি তাই করো।’ এই কথোপকথন শুনেছেন এমন কয়েকজনের উদ্ধৃতি দিয়েছে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প এর আগে জানিয়েছিলেন যে, তিনি অক্টোবরে নেতানিয়াহুর সঙ্গে কমপক্ষে দুবার কথা বলেছেন। আরও পড়ুন:ইরানে ইসরাইলের ‘অপারেশন অপেরা’? মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি এই মাসে ট্রাম্প এবং নেতানিয়াহুর সঙ্গে একটি ফোনকলে যুক্ত ছিলেন, তিনি দাবি করেছেন, ট্রাম্প সামরিক অভিযান নিয়ে কিছু বলেননি। তবে তিনি লেবাননে পেজার হামলায় প্রভাবিত হয়ে নিজের বিস্ময় প্রকাশ করেছেন। গত মাসে লেবাননে হিজবুল্লাহর ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইসে একযোগে পরপর দুদিন বিস্ফোরণ ঘটে। এই হামলা কীভাবে সম্ভব হয়েছে তা নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প, জানিয়েছেন গ্রাহাম। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর একজন উপদেষ্টা ফোনকলের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। এদিকে, গাজা উপত্যকায় গত বছরের হামাসের ৭ অক্টোবর হামলার জবাবে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলের ৭৬৫ সেনা নিহত এবং ৫ হাজার ৮৭ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন লক্ষাধিক। আরও পড়ুন:ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের ইসরাইলের এই সংঘর্ষ প্রতিবেশি লেবাননেও ছড়িয়ে পড়েছে। গত অক্টোবর থেকে লেবাননে ইসরাইলের হামলায় ২ হাজার ৬শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ২শ জনের বেশি। সূত্র: আনাদোলু এজেন্সি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply