বিধানসভা নির্বাচন হরিয়ানায় ইভিএম কারচুপির অভিযোগ কংগ্রেসের
ভারতের হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। ইভিএমের দিকে আঙুল তুলেছেন দলটির নেতারা। দাবি, হরিয়ানায় হাত শিবির পরাজিত হয়নি। তাদের হারিয়ে দেয়া হয়েছে।
হরিয়ানা বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা। ছবি: সংগৃহীত
গত শনিবার (৫ অক্টোবর) হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ভোট পড়ে প্রায় ৬৫ শতাংশ। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই বলা হয়, হরিয়ানায় ক্ষমতার পালাবদল ঘটতে যাচ্ছে। কিন্তু মঙ্গলবার (৮ অক্টোবর) যখন ভোট গণনা শুরু হলো, তখন উল্টো চিত্র আসতে থাকলো।
এনটিভির প্রতিবেদন মতে, তৃতীয়বারের মতো জয় পেতে যাচ্ছে বিজেপি। এরই মধ্যে এককভাবে ম্যাজিক ফিগার ৪৬ অতিক্রম করে ৪৮টি আসন পাচ্ছে দলটি। তবে পরাজয় মানছেন না বিরোধীরা।
আরও পড়ুন: হরিয়ানা বিধানসভা নির্বাচন / ভারতের সবচেয়ে ধনী নারীর কাছে হেরে গেল বিজেপি-কংগ্রেসের প্রার্থী
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে কংগ্রেসের জয়রাম রমেশ বলেছেন, ‘সবাই আশা করেছিল যে হরিয়ানায় সহজে জিতবে কংগ্রেস। হরিয়ানায় কংগ্রেসকে হারিয়ে দেয়া হয়েছে। কংগ্রেস হারেনি।’
একই অভিযোগ তুলেছেন অন্যান্য কংগ্রেস নেতারাও। ‘ব্যাটারি চক্রান্তে’র অভিযোগ তুলেছেন পবন খেরা। তিনি বলেছেন, ‘হরিয়ানায় নির্বাচন হল। সেটার ফলাফল একেবারেই অপ্রত্যাশিত ছিল। এমনকী আমরা এটাও বলব যে এই ফলাফল একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি এবং জয়রাম রমেশ যে ঘরে বসেছিলাম, সেখানে লাগাতার অভিযোগ আসছিল।’
আরও পড়ুন: বিধানসভা নির্বাচন / হরিয়ানায় হ্যাটট্রিক জয়ের পথে বিজেপি
তিনি আরও বলেন, ‘হিসার, মহেন্দ্রগড় ও পানিপথের প্রার্থীদের থেকে লাগাতার অভিযোগ আসছিল যে, কীভাবে মেশিনের ব্যাটারি ৯৯ শতাংশ হয়েছিল। আর যে মেশিনের ব্যাটারি ৯৯ শতাংশ হয়েছিল, সেখানে আমরা হেরে গিয়েছি বলে ফল এসেছে। যে মেশিনে কোনো কিছু করা হয়নি, যে মেশিনের ব্যাটারি ৬০-৭০ শতাংশ ছিল, সেখানে আমরা জিতছিলাম। আমাদের প্রার্থীরা জিতছিলেন। ওটাই স্বাভাবিক থাকার কথা।’
No comments: