স্পিড ব্রেকারে বেধে শূন্যে ভাসল বিএমডব্লিউ!
রাস্তা ছেড়ে গাড়ি আকাশে উড়ছে এমনটা হরহামেশাই দেখা যায় হলিউড ও বলিউড সিনেমায়। এবার ভারতের দিল্লির গুরুগ্রামে বাস্তবেও এমন দৃশ্য দেখা গেল। সেখানে মাটি ছেড়ে উড়তে দেখা গেল একটি বিএমডব্লিউ গাড়িকে। তবে এটি কোনো স্টান্ট নয়, অলক্ষিত স্পিড ব্রেকারের কারণে এ ঘটনা ঘটেছে।
মাটি ছেড়ে উড়তে দেখা গেল একটি বিএমডব্লিউ গাড়িকে। ছবি: ভিডিও থেকে নেয়া
সম্প্রতি গুরুগ্রাম গলফ কোর্স রোডের এই গাড়ির ভিডিও সম্প্রতি ভাইরাল হয় নেট দুনিয়ায়।
জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ‘বানি পুনিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। এতে দেখা গেছে, চোখের পলক ফেলতেই দ্রুত গতিতে একটি সাদা গাড়ি বেরিয়ে গেল ফাঁকা রাস্তা দিয়ে। বাম্পারের কাছেও গাড়ির স্পিড না কমায় তা রীতিমতো মাটি ছেড়ে উপরে উঠে গেল।
এর কিছুক্ষণ পর ওই রাস্তায় দুটি ট্রাক আসতে দেখা যায়। সেগুলোও একইভাবে স্পিড ব্রেকারের কাছে এসে স্পিড না কমায় মাটি ছেড়ে উপরে উঠে গেল।
আরও পড়ুন: হঠাৎ কেন ভাইরাল ''10 unknown facts about bmw'' ?
এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে বানি লিখেছেন, 'সম্ভবত গুরুগ্রামে গলফ কোর্স রোডের কাছে এই ঘটনা ঘটেছে। আমার একটি গ্রুপ থেকে পেলাম। গুরগাঁওয়ের কেউ এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন?' পরে পোস্টেই কমেন্ট করে জানানো হয় ঘটনাটি সেন্ট্রাম প্লাজা বিল্ডিংয়ের পরে এইচআর২৬ ধাবার বিপরীতে একটি রাস্তায় এ ভাবে গাড়ি চালিয়ে যাওয়া হয়েছে।
গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই পোস্টের প্রতিক্রিয়ায় বলেছে, ‘প্রিয় স্যার, ডিএলএফ এই বিষয়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ।’
No comments: